রায়গঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি কারাগারে


প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জের মুলিবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস। আদালতের বিচারক জাফরোল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল­াহ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং এলাকার খোলা মাঠে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত সমাবেশ চলাকালে ট্রেনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২ হাজার নেতাকর্মীকে আসামি করে পৃথক সাতটি মামলা করা হয়।

এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।