সিরাজগঞ্জে জামায়াত নেতা কারাগারে


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০১ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলায় জামায়াত নেতা মওলানা আব্দুস সাত্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জামায়াত নেতা সাত্তার আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের অবেদন করেন। জামিনের শুনানি শেষে আদালতের বিচারক জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিকেল ৪টার দিকে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মওলানা আব্দুস সাত্তার সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের সোলেখার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসী আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন জামায়াত নেতা মওলানা আব্দুস সাত্তার।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।