আসুন একটি পরিবারকে রক্ষা করি


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০১ নভেম্বর ২০১৬

ছোটবেলায় শরীরের একটি অংশ আগুনে পুড়ে গিয়েছিল আনন্দ সরকারের (৫৭)। সেটিই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তার। তখন টাকার অভাবে ভালোভাবে চিকিৎসা করাতে পারেননি তিনি।

এখন পুড়ে যাওয়া সেই স্থানে ইনফেকশন শুরু হয়েছে। পচে গেছে স্থানটি। সেই স্থান থেকে গন্ধ বের হচ্ছে। এ কারণে ঘরে থাকতে পারছে না স্ত্রী ও ছেলেমেয়েরা।

আনন্দ সরকারের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মুলকান্দি বাজারে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে এক সময় বেশ সুখের সংসার ছিল তার। কিন্তু সেই সুখ এখন যেন বিষের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

আনন্দের স্ত্রী রিতা সরকার সারাদিন স্বামীর সেবা করার পর এলাকার নারীদের কাপড় সেলাই করেন। এতে দৈনিক ৪০ থেকে ৫০ টাকা আয় হয়। সেই টাকা দিয়েই চলে তাদের সংসার।

রিতা সরকার জানান, যা আয় করছি তা দিয়ে সংসারও চলে না। স্বামীর চিকিৎসা করবো কীভাবে। আর ঘর একটা হওয়ায় ছেলেমেয়েরা গন্ধে থাকতে পারছে না।

তিনি আরো বলেন, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি সহযোগিতা করতো তাহলে হয়তো আমার স্বামীকে সুস্থ করে তোলা সম্ভব হতো।

আনন্দ সরকারকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্থানীয় সাংবাদিক মামুন বিশ্বাসের সঙ্গে। মোবাইল : 01716-546950 (বিকাশ পারসোনাল) ও 01722-378461।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।