সরকার প্রতিবন্ধীদের জনশক্তিতে পরিণত করছে


প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০১ নভেম্বর ২০১৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনে তাদেরকে জনশক্তিতে পরিণত করছে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন এবং পুনর্বাসনে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। এতে করে প্রতিবন্ধীরা সমাজের বোঝা-এমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে বিশ্ব পরিসরে কাজ করছেন। এর সুফল সমাজের এই একসময়ের পিছিয়ে পড়া অবহেলিত গোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে গেছে। তারা সম্মানিত হচ্ছেন।

মঙ্গলবার পাবনার সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলামের উদ্যোগে প্রতিবন্ধীদের অংশগ্রহণে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

সাঁথিয়া ডিগ্রি কলেজ মাঠে মেয়র মিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, আওয়ামী লীগ নেতা হাসান আলী, রবিউল করিম হিরু, সাংবাদিক অধ্যাপক আব্দুদ দাইয়ান, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন রানা, সম্পাদক মানিক মিয়া রানা, রতন দাস প্রমুখ।

ফাইনাল খেলায় ব্রাজিল দল আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অংশগ্রহণকারী দু’দলের ২২ প্রতিবন্ধী খেলোয়াড়সহ অর্ধশত প্রতিবন্ধীকে পুরস্কার হিসেবে লুঙ্গি, কম্বল এবং নগদ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি টুকু এমপি এই পুরস্কার প্রদান করেন।

একে জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।