ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের লাশ দাফন


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ওমানে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশি তিন যুবকের মরদেহ লক্ষ্মীপুরে এসেছে। এরপর লক্ষ্মীপুরের কমলনগরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। সোমবার রাতে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন, চর জাঙ্গালিয়া গ্রামের মৌলভীর টেক এলাকার হোসেন আহম্মেদের ছেলে জহিরুল ইসলাম সোহাগ (২৫), চরমার্টিন গ্রামের বাসিন্দা জাকির হোসেনের (২৮), পশ্চিম চর লরেন্স গ্রামের আহসান উল্যার ছেলে মমিন উল্যা (২৬)।

গত ২ ফেব্রুয়ারি রাতে ওমানের আল বিরামি শহরের কর্মস্থল থেকে মমিন, জাকির ও সোহাগ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান। তারা ওই দেশে রং মিস্ত্রির কাজ করতেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।