গাবতলীর দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বগুড়ার গাবতলী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ অধিশাখার ৩৫৬ স্মরকের উপ-সচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। শনিবার চিঠিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে পৌঁছেছে।
বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও নশিপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সঙ্গে চুক্তি সম্পাদনের নির্দেশনা প্রতিপালন না করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আহসান হাবিব মহিষাবান ও নশিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
চিঠিতে আরো বলা হয়েছে, উভয় চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) উপধারা অনুযায়ী কেন তাদের স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ হতে অপসারণ করা হবে না, তার জবাব চেয়ে ১০ কার্যদিবসের মধ্য জেলা প্রশাসক বগুড়ার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বরখাস্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে করে বলেন, শিগগিরই চিঠির জবাব দেয়া হবে।
আরএআর/এবিএস