জেলের জালে কুমির আকৃতির প্রাণী!


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৫ নভেম্বর ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে কুমির আকৃতির বিরল প্রাণী। শনিবার সকালে প্রশাসনের হস্তক্ষেপে আবার প্রাণীকে নদীতে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্য শালেপুরের বাসিন্দা শেখ মোতালেবের ছেলে জাহাঙ্গীর পদ্মা নদীতে ইলিশ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে শনিবার ভোরে তার জালে প্রায় ৬ ফুট লম্বা কুমির আকৃতির বিরল প্রাণী ধরা পড়ে। এরপর শনিবার সকালে প্রাণীটি হাজিগঞ্জ বাজারে আনা হলে উৎসুক জনতা দেখতে ভিড় জমায়।

মোশাররফ হোসেন (ভিপি মোসা) জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেন এবং এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াইয়ের কাছে প্রাণীটি হস্তান্তর করেন।

এ ব্যাপারে এনডিসি মনদীপ ঘড়াই বলেন, জেলা প্রশাসকের নির্দেশে প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগ প্রাণীটি নদীতে ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।