বাসচাপায় দুই আ.লীগ নেতা নিহত


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৮ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের মুলিবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার ফজল সেখের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের (৩৭) এবং সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আব্দুল হালিমের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম (৩৫) ।

স্থানীয়দের বরাত দিয়ে ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল কাদের ও আব্দুল করিম সয়দাবাদ থেকে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে আসছিলেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদের মারা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত আব্দুল করিমকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ইউসুফ দেওযান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।