নিখোঁজের ২০ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২০দিন পর পাবনার ঈশ্বরদী থেকে অটোবাইক চালক শান্তর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে র্যাব-১২ সদস্যারা।
নিহত শান্ত ঈশ্বরদী শহরের নারিচা এলাকা লুলু মোল্লার ছেলে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের একটি সূত্র জানায়, ঈশ্বরদীর জয়নগর গ্রামের রবিউল মিয়ার ছেলে মো. শান্ত (২২) ও বড়ইচরা গ্রামের চমনকে (২১) আটক করে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শান্তর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি