ধুনটে ৯ জুয়াড়ির কারাদণ্ড


প্রকাশিত: ১০:১১ এএম, ০৯ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলার দায়ে ৯ জুয়াড়ির ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ, আজাহার আলীর ছেলে আশরাফ আলী, ছোট এলাঙ্গী গ্রামের আফজাল হোসেনের ছেলে লালু মিয়া, মজিবর রহমানের ছেলে শুটকা মন্ডল, রাঙামাটি গ্রামের আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন, রহিম বক্সের ছেলে আব্দুর রউফ, এলাঙ্গী গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে রতন কুমার সাহা, আকিমুদ্দিনের ছেলে ছলা মিয়া ও কালীপদ ঘোষের ছেলে আনন্দ কুমার।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে দণ্ডপ্রাপ্ত আসামিরা ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় জুয়া খেলছিল। এর আগেও তারা ওই এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসাতো।

খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শুনানি শেষে অভিযুক্তদের কারাদণ্ডের আদেশ দেন।  

লিমন বাসার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।