স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ২ বখাটের কারাদণ্ড


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচি তামাই বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই বখাটেকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের গোলাম শরিফের ছেলে তাজ উদ্দিন (১৯) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাশেদুজ্জামান (১৮)।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার দুপুরে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উল্লেখিত বখাটেরা গত কয়েকদিন ধরে তামাই উচ্চবিদ্যালয়ের অস্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পেয়ে সকাল ১১টার দিকে তাদের হাতেনাতে আটক করা হয়। এরপর দুপুরে উভয়ের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।