স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১০ নভেম্বর ২০১৬

পাবনার ফরিদপুরে রফিকুল সরদার (৩৫) নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানুয়াঘাটা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল আটঘরিয়া উপজেলার একদন্ত ষাটগাছা গ্রামের মৃত জুরান সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে রফিকুল সরদার মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে ধানুয়াঘাটা বাজারে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে পাবনা সদর হাসপাতালে নেয়ার সময় মারা যান রফিকুল। তার মরদেহ বর্তমানে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,  রফিকুল সরদারকে কারা হত্যা করেছে তা এখনো যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।   

আখতারুজ্জামান/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।