সুন্দরবন রক্ষার দাবিতে সাইকেল মিছিল


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে সাইকেল মিছিল করেছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন নামে এক ছাত্র সংগঠন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ সাইকেল মিছিল বের করা হয়। স্থানীয় নিমদলা মোড় থেকে সাইকেল মিছিলটি বের হয়। মিছিলটির উদ্বোধন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও তেলগ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা আমিনুল ইমলাম বাবলু।

মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে নিমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন সংগঠনের আহ্বায়ক তানভির রহমান স্বাধীন, সদস্যসচিব আল আমিন, প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথনের উদ্যেক্তা শাহরিয়ার সানি।

এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী সম্পদ সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র তৈরি করা যাবে না। এ সময় তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করার জন্য সরকারকে অনুরোধ করেন।

এমদাদুল হক মিলন/এএম/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।