স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্রী (০৬) ধর্ষণের অভিযোগে মো. মতি (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মো. আটক মতিকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. মতি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জয়নালের ছেলে।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আযম প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।