পাবনায় স্থানীয় পত্রিকার সম্পাদককে পেটালো দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দ্বীপ পত্রিকার সম্পাদক সরকার আরিফুর রহমান আরব আলী (৬০) অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় বেড়া পৌরসভার বাজারে শত শত মানুষের সামনে এ ঘটে।

আহত আরব আলীর মেয়ে লতা জানান, তার বাবা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে তিনি বেড়া পৌরসভার বাজারে পৌঁছলে ৫/৭ জনের একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে লোহার রড ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে ফেলে রেখে যায়।

লতা জানান, আঘাতে তার বাম হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত সেখান থেকে তাকে রাত সাড়ে ৯টায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লতা আরো জানান, সন্ত্রাসীদের ভয়েই তাকে বেড়া হাসাপাতালে চিকিৎসকরা সেবা না দিয়ে পাবনায় রেফার্ড করান।

আহত আরব আলী জনান, একটি সংবাদ প্রকাশের জের ধরে এক প্রভাবশালীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে। প্রকাশ্য বাজারের মধ্যে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটলেও তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এমনকি পাশেই বেড়া মডেল থানা। কিন্ত তারাও ঘটনা শুনে এগিয়ে আসেনি।

পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও সম্পাদক আখিনুর ইসলাম রেমন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

একে জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।