একযুগ পর ঈশ্বরদীতে যুবলীগের সম্মেলন


প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

দীর্ঘ একযুগ পর ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্লাজা কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বিকেলে কাউন্সিল অধিবেশনে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরিফ তমালকে সভাপতি ও রাজিব সরকারকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং আলাউদ্দিন বিপ্লবকে সভাপতি ও আরিফুর রহমান আরিফকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।

সম্মেলনকে ঘিরে প্রায় চার হাজার নেতাকর্মী উপস্থিত হন। শহরের বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করা হয়।
 
আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।