চিরিরবন্দর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
প্রতীকী ছবি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাকাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জেল রোড থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি পুলিশ। সাকাওয়াত হোসেন চিরিরবন্দর উপজেলার হাটখোলা এলাকার বাসিন্দা।
দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, শহর শিবিরের সাবেক সেক্রেটারি ও চিরিরবন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাকাওয়াত হোসেনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস