পাঠকের সহযোগিতার অর্থ হাতে পেলেন সেই দুই বৃদ্ধা


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২২ নভেম্বর ২০১৬

পাঠকের পাঠানো সহযোগিতার অর্থ হাতে পেয়েছেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা এলেজা বেগম ও তার ছোট বোন ডলি বেগম (৯৪)।

মঙ্গলবার দুপুরে জাগো নিউজের ঈশ্বরদী প্রতিনিধি আলাউদ্দিন আহমেদ পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে গিয়ে তাদের হাতে সহযোগিতার সাড়ে ১৩ হাজার টাকা তুলে দেন।

এসময় সমাজসেবক সাদেক আলী বিশ্বাস, রাজনীতিক আকাল সরদার, সফল কৃষক মুরাদ মালিথা, কলেজ শিক্ষক জালাল উদ্দিন, সাংবাদিক টিপু সুলতান, রেহানুল ইসলাম মিঠু, আলতাফ হোসেন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর ১০৪ বছর বয়সেও বয়স্ক ভাতা পাননি এলেজা বেগম শিরোনামে জাগোনিউজ২৪.কম এ একটি মানবিক সংবাদ প্রকাশ হয়।

এরপর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে তাদের দুজনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই। পাঠকের পাঠানো এসব সহযোগিতার অর্থ মঙ্গলবার তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।