কাহারোলে নকল ওষুধের কারখানায় অভিযান, দম্পতি আটক


প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৩ নভেম্বর ২০১৬

দিনাজপুরের কাহারোলে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় কারখানার মালিক সাদেকুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
 
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফ মোল্লার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলার দশমাইল নামক স্থানে অভিযান চালায়।

এ সময় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিভিন্ন সিরাপসহ বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান জানান, কারখানার মালিক সাদিকুল ইসলাম স্বাধীন ও তার স্ত্রী মাহফুজা বেগমকে আটক করা হয়েছে।

এ সময় দিনাজপুর ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ও কাহারোল থানা পুলিশের ওসি মো. মনসুর আলী উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।