মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৪ নভেম্বর ২০১৬

প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক মুসলিম গণহত্যা, হামলা, নির্যাতন এবং দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদরাসা ছাত্র-শিক্ষকেরা।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে শহরের লোকনাথ দিঘির মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে জেলার সব কওমি মাদরাসার সহস্রাধিক ছাত্র-শিক্ষক অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে সামবেশে বক্তব্য দেন  মুফতি মোবারকুল্লাহ্, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নোমান হাবীবি, মাওলানা আব্দুর রহিম কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা মিয়ানমারে মুসলমানদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার মুসলমানদের বাঁচাতে অবিলম্বে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত খুলে দিতে হবে। পাশাপাশি মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিকভাবে আলোচনা করার দাবি জানান বক্তারা।

আজিজুল সঞ্চয়/আরএআর/এনএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।