এবার এক বাতিতেই বিল ১৪০০ টাকা


প্রকাশিত: ০৮:১২ এএম, ২৫ নভেম্বর ২০১৬

অনিয়ম আর দুর্নীতির মধ্য দিয়েই চলছে সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতির কার্যক্রম। চা বিক্রেতার দুই বাতি জ্বালিয়ে বিদ্যুৎ বিল প্রায় ছয় হাজার আসার পর এবার এক খেত মজুরের এক বাতি জ্বালিয়ে বিদ্যুৎ বিল উঠেছে ১ হাজার ৪৩৫ টাকা। পরবর্তী সময়ে টাকা ফেরত দেয়া হবে জানিয়ে বিল পরিশোধ করানো হয়েছে।

জাগো নিউজের কাছে এমন অভিযোগ করেন সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের বারিক সরদার।

তিনি বলেন, তিন মাস হলো আমি বাড়িতে বিদ্যুৎ নিয়েছি। গরিব মানুষ, ছোট একটা এনার্জি বাল্ব জ্বলে বাড়িতে। ফ্যান, টিভি বা বিদ্যুৎ খরচ হওয়ার মতো কোনো কিছুই নেই। প্রথমে আগস্ট মাসের বিল দিয়েছে সেপ্টেম্বর মাসে ১৫৬ টাকা কিন্তু অক্টোবর মাসের বিল দেয় এক হাজার ৪৩৫ টাকা।

বিষয়টি নিয়ে পাটকেলঘাটায় অবস্থিত সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ অফিসে গেলে পরে টাকা ফেরত দেয়া হবে জানিয়ে আমার কাছ থেকে ১ হাজার ১৮০ টাকা নিয়েছে। নভেম্বর মাসে বিল দিয়েছে ৩১০ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতির জিএস হাফিজুর রহমান বলেন, কারো অভিযোগ থাকলে মিটার বদলানোর জন্য আবেদন করা যেতে পারে। পরবর্তী সময়ে মিটার পরীক্ষা করে বিল বেশি নিলে টাকা ফেরত দেয়া হবে।

বিল বেশি দেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, মাঝে-মধ্যে ভুল হতে পারে। তবে সেটা সংশোধন করা যাবে না এমন তো নয়।

এর আগেও তালা মাঝিয়াড়া এলাকার চায়ের দোকানদার ইমন মির্জার বাড়িতে দুই বাতি জ্বালিয়ে প্রায় ছয় হাজার টাকা বিদ্যুৎ বিল দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ অফিস ৬০৬ টাকা বিল নেয়। পল্লিবিদ্যুৎ অফিসের এমন দুর্নীতি-অনিয়মের অভিযোগ শত শত মানুষের।

আকরামুল ইসলাম/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।