ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


প্রকাশিত: ১০:১২ এএম, ২৭ নভেম্বর ২০১৬

সন্ত্রাস ও বিস্ফোরকসহ একাধিক মামলায় পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঈশ্বরদী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার জুবায়ের ঈশ্বরদী পৌর সদরের মধ্য অরনকোলা এলাকার আতিয়ার রহমানের ছেলে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুবায়েরের বিরুদ্ধে সন্ত্রাস, বিস্ফোরকসহ ৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরওয়ানা জারি রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে জুবায়েরকে গ্রেফতার করা হয়।

একে জামান/এএম



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।