রূপপুরে রাশিয়ান শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ কেন্দ্রের ভিতানীয়া (৪৩) নামে এক রাশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রকল্পের কর্মকর্তাদের মাধ্যমে মৃত ব্যক্তির মরদেহ ঢাকা হয়ে রাশিয়ায় পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ নভেম্বর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ কেন্দ্রের লেবার ও রাশিয়ার বাসিন্দা ভিতানীয়া অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা নেন।

২৭ নভেম্বরও তিনি অসুস্থ থাকেন। ক্রমেই তার অসুস্থতা বাড়তে থাকলে প্রকল্পের পক্ষ থেকে সোমবার বেলা পৌনে ১টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়। ঈশ্বরদী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম পারভেজ জানান, ভিতানীয়া হার্টের রোগী ছিলেন। তার ওপর অতিরিক্ত মদ পান করায় তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।