সরাইলে ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী শুরু


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০১ ডিসেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মিলনীর পঞ্চম আসর শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মীলনী বাংলাদেশ অধ্যায়ের আয়োজনে এ মিলনমেলা শুরু হয়। শুক্রবার বিকেলে এ মিলনমেলার সমাপ্তি হবে।

ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনীর আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম হিরু, বিজ্ঞানী ড. সুনিল তলাপাত্র, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক যে. মোহাম্মদ রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনূর রশিদ প্রমুখ। এছাড়া সম্মিলনীতে দুই শতাধিক ভারতীয় নাগরিক অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, রাতে প্রথম দিনে ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে ও দ্বিতীয় দিনে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ২০০৯ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম, ২০১০ সালে ত্রিপুরার খয়েরপুরে দ্বিতীয়, ২০১১ সালে সরাইলের কালীকচ্ছ গ্রামে তৃতীয় এবং ২০১৫ সালে ফের ত্রিপুরার খয়েরপুরে চতুর্থ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।