অচিরেই পাকশীতে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১১:১১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

অচিরেই পাকশীতে বেদখল হওয়া রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।

শনিবার পাবনার পাকশীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে শত বছরের রেলওয়ে ফুটবল মাঠ দখল করে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে খান মঞ্জিল ও পাকশী রিসোর্ট। হাওয়া ভবনখ্যাত গিয়াস উদ্দিন আল-মামুনের ঘনিষ্ঠ সহচর কথিত বিএনপি নেতা আকরাম আলী খান শঞ্জু তেমন কোনো মর্টগেজ ছাড়াই ৪০০ কোটি টাকা ঋর নিয়ে নির্মাণ করেছেন পাকশী রিসোর্ট। বিষয়গুলো আমরা অবগত।

এর আগে বুলডোজার দিয়ে এক ধাক্কা দিয়েছিল, রেল সচিবের নির্দেশে বন্ধ করা হয়েছিল। এটা শতভাগ রেলওয়ের সম্পদ। এবার এই সম্পদ উদ্ধার করা হবেই। কয়েকটি মামলায় রেল কর্তৃপক্ষ জয়ী হয়েছে। আরেকটি মামলার রায় হওয়ার অপেক্ষায়। এটা আসছে অচিরেই।

এসময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী ইফতেখার আলম, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ রিয়াদ আহমেদ, বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) এবিএম কামরুল ইসলাম, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ হাসানুজ্জামান মুন প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।