পাবনায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

চাঁদাবাজি বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন।

রোববার সন্ধ্যায় জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান।

ফিরোজ খান জানান, পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর মোড়ে একটি চক্র বিভিন্ন সময় বাস, মিনিবাস ও ঢাকাগামী বাসে অবৈধভাবে চাঁদা দাবি করছে।

সম্প্রতি চাঁদা না দেয়ায় একটি গাড়ির চালক-শ্রমিকদের মারধর করে তারা। এরই প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা না নেয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

একে জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।