আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার কম্প্রেসারে ত্রুটি দেখা দিলে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি সারানোর কাজ চলছে। তবে কারখানার উৎপাদনে ফিরে আসতে কমপক্ষে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে।
উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলায় সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর