ইউপি চেয়ারম্যানের ওপর মাদক ব্যবসায়ীর হামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈনুল ইসলাম হামলার শিকার হয়েছেন।
শনিবার বিকেলে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক ব্যবসায়ীরা মঈনুলের ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছেন চেয়ারম্যানের কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
আহত ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম জাগো নিউজকে জানান, মূলগ্রাম ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবাসয়ী ইসহাক ও কয়েকজন সহযোগীকে বেশ কয়েকদিন আগে পুলিশে ধরিয়ে দিয়েছিলাম। এরপর আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে শনিবার বিকেলে ইউপি কার্যালয়ে ইসহাকের নেতৃত্বে ২০/২৫ জন লোক আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় চারগাছ বাজারের সামনে বিক্ষোভ করেন স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলামের কর্মী-সমর্থকরা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আমাদের অভিযান চলছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি