বিজয়নগরে মাটিচাপায় দুই নারীর মৃত্যু


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জ্বালানি আহরণ করতে গিয়ে মাটিচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনীতি দাস (৩৮) ও  একই গ্রামের সুনির্মল দাসের স্ত্রী।
ননীতা দাস  (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই দুই নারী তাদের গৃহস্থলীর জ্বালানির জন্য মানিকপুর গ্রামে নতুন করে খনন করা একটি পুকুরে গর্ত খুঁড়ে কয়লা সদৃশ্য কালো মাটি উত্তোলন (স্থানীয়ভাবে জ্বালানি হিসেবে ব্যবহৃত মাটি) করছিলেন। এসময় ওই পুকুরে তাদের খুঁড়া গর্তের দুই পাশের মাটি ভেঙে পড়লে তারা মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।