নওগাঁয় নদী দূষণের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১১ মার্চ ২০১৫

নওগাঁয় নদী দূষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় শহরের লিটন ব্রীজের ওপর এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জয়পুরহাট সুগারমিলের বর্জ্য বিষক্রিয়ায় নওগাঁর ছোট যমুনা নদীর মাছসহ সবধরনের জলজপ্রাণী মারা যাচ্ছে।

অন্যদিকে এতে নদীর ২৫ থেকে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে পানি কালো হয়ে গেছে। একই সাথে দুর্ঘন্ধ ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। এতে ছোট যমুনা নদীসহ আশেপাশের বিভিন্ন খাল-বিল ও জলাশয়ের প্রাণিকুল উজাড় হওয়ার আশংকা প্রকাশ করে বক্তারা দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আস্তান মোল্লা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুলা হেল কাদীর, সাবেক এমপি হুমায়ন চৌধুরী, জেলা নাগরিক কমিটি পরিষদের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক খন্দকার রেজাউর রহমান টুকু, মৎস্যজীবী নেতা বাবু নেহেল, পরিবেশ নেতা মহিদুল ইসলাম, নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাসান জামান সিদ্দিকী প্রমুখ ।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।