নোয়াখালীর চার ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

আদালতের নির্দেশে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বদলে মনির ফেরদাউস বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনে মামলাজনিত কারণে ৪ নং ওয়ার্ডের সব পদে এবং ২, ৬ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে- ৪ নং ওয়ার্ড সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২ নং ওয়ার্ড সোনাইমুড়ি উপজেলার জয়াদ মহাবিদ্যালয়, ৬ নং ওয়ার্ড বেগমগঞ্জ উপজেলার কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং ৯ নং ওয়ার্ড নোয়াখালী সদর উপজেলার হরি নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।