নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ডা. জাফর উল্যাহ জয়ী


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রশাসক ও মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্যাহ (টেবিল ফ্যান) প্রতীকে ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. এ কে এম জাফল উল্যাহ (চশমা) প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।

বুধবার বিকেলে পৌনে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

তিনি জানান, মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৪০ জন। তার মধ্যে ১ হাজার ১৩৫ ভোট কাস্টিং হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৭৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য রিট করায় আদালতের নির্দেশে নির্বাচন কমিশন নোয়াখালীর সেনবাগের ৪নং ওয়ার্ডের সব পদে ,২,৬ এবং ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মিজানুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।