নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারাপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার  ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত ২৮ ডিসেম্বরের এক অফিস আদেশে উল্লেখ করা হয়, নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহমানের বিরুদ্ধে সেনবাগ থানায় দায়েরকৃত জি, আর মামলা নং-২৩৪৯/১৪,২০১৯/১৪,২২৯৩/১৩ এবং ২০১৮/১৪ এর  অভিযোগপত্র আদালত কৃর্তক গৃহীত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থে পরিপন্থী। সে আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পত্রে আরো উল্লেখ্য করা হয়, এ আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার শারমীন আলম জাগো নিউজকে জানান, তার কাছে এ সংক্রান্ত কোনো পত্র এখনো আসেনি।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।