সিরাজগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত
ফাইল ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বালু বোঝাই ট্রাকচাপায় জাহিদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক জাহিদুল ইসলাম সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রমের আব্দুল মালেকের ছেলে।
সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদী থেকে বালুবাহী একটি ট্রাক সয়দাবাদ ইউনিয়ন পরিষদ রোডে আসার পর ওই ট্রাকে থাকা শ্রমিক জাহিদুল ইসলাম ট্রাক থেকে পড়ে যায়। এ সময় একই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম