নওগাঁয় ৭৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৫ মার্চ ২০১৫

নওগাঁয় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সীমান্ত এলাকায়  চোরাচালান প্রতিরোধ অভিযান এবং টা ̄স্কফোর্স অপরাশনের মাধ্যমে বিভিন্ন সময়ে গত এক বছরে পাওয়া ৭৬ লাখ ৫০ হাজার টাকার মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

রোববার বেলা ১১ টায় নওগাঁ  ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এগুলো ধ্বংস  করা হয়।

ধ্বংসকৃত  মাদকদ্রব্যগুলোর মধ্যে আছে  ভারতীয় ফেন্সিডিল ৭হাজার ৭শ’ ৫৬ বোতল, ইনজেকশন ৪৩ হাজার ৫শ’ ৮০টি, চুয়ানি মদ ৩শ’ ২৫ লিটার, কালটার বিষ ৮লিটার, হেরোইন ৪ কেজি ৩২গ্রাম, গাঁজা ৯শ’ ৫০গ্রাম, পাতাড়ি বিড়ি ১৮০ প্যাকেট এবং বিভিন্ন প্রকার মদ ৩শ’ ২৭ বোতল ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহীর সেক্টর  কমান্ডার কে এম  ফেরদাউসুল শাহাব, ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: জাহিদ হাসান, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হেদায়েতুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ সাইদুর  রহমান প্রমুখ । ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।