সাতক্ষীরায় টাকা নিয়ে পালিয়েছে বীমা কোম্পানি


প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামের একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকালে শহরের শহীদ নাজমুল সরণির হাসিনা ভিলায় ভাড়াকৃত অফিসে গ্রাহকরা কোনো কর্মকর্তা-কর্মচারী না পেয়ে বিক্ষোভের পর অফিস ভাঙচুর করে।

প্রতিষ্ঠানটির ডিভিশনাল কো-অর্ডিনেটর রেহেনা পারভীন জানান, মাসিক ২০ হাজার ৪০০ টাকা বেতন দেয়ার কথা বলে চাকরি দেন কোম্পানির এমডি আব্দুল ওহাব দুলাল। একই সঙ্গে ২৪ হাজার টাকার একটি পলিসিও খুলে নেন। অনেক কষ্ট করে টাকা বিনিয়োগ করি। এক মাস চাকরিও করেছি। কিন্তু কোনো বেতন পাইনি। সকালে অফিসে এসে দেখি এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ জেলার বাইরে থেকে যারা এখানে চাকরির জন্য এসেছিলেন তারা সবাই পালিয়েছেন।

তিনি বলেন, এখানে গ্রাহকদের প্রায় ৫০ লাখ টাকা জমা রয়েছে। এমডি আব্দুল ওহাব দুলালের মোবাইল ফোনটিও বর্তমানে বন্ধ।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।