সাংবাদিকের উপর হামলাকারী চেয়ারম্যান পলাতক


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরায় সাংবাদিক জুলফিকার আলীর উপর হামলাকারী সদর উপজেলার বাঁশদহ ইউপি চেয়ারম্যান মোশারফসহ তার সহযোগিদের খুঁজছে পুলিশ।

এ ঘটনায় সদর থানায় সোমবার রাতে সাংবাদিক জুলফিকার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জুলফিকার বাঁশদহ এলাকার রাহাতুল্লা সরদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। চেয়ারম্যানসহ আসামিরা পলাতক রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সংবাদ প্রকাশের জের ধরে ক্ষিপ্ত হয়ে বাঁশদহ ইউপি চেয়ারম্যান মোশারফসহ তার সহযোগিরা রোববার রাতে স্থানীয় সাংবাদিক জুলফিকার আলীর উপর হামলা করে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাংবাদিকের বাবা রাহাতুল্লাহ জানান, কয়েক মাস পূর্বে বাঁশদহ এলাকার ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে জুলফিকার। এ ঘটনায় ক্ষুদ্ধ হন ইউপি চেয়ারম্যান মোশারফ ও তার লোকজন।

রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের ভাই মেম্বার শহিদুল কম্বল বিতরণ করছিলেন। জুলফিকার শহিদুলের কাছে ফোন দিয়ে কম্বল বিতরণের বিষয়ে জানতে চায়। তখন ইউপি চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ইউপি চেয়ারম্যান মোশারফ, তার ভাই শহীদুল, উজির আলির ছেলে মিঠু, শফির ছেলে শহিদ, আরিজুলের ছেলে তারিকুজ্জামানসহ ৮/১০ জন জুলফিকারের উপর হামলা ও মারপিট করে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, জুলফিকার আমার চাচাতো ভাই। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ঝামেলা হয়েছে।

আকরামুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।