বগুড়ায় ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার দুপুরে শহরে র্যালি শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ মমতাজ উদ্দিন। জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীন রাষ্ট্র গঠন করেছে। গৌরব ও ঐতিহ্যের ধারক-বাহক ছাত্রলীগ সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। বাঙালি জাতির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ছাত্রলীগের ইতিহাস।
শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নে এবং ছাত্রসমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশে নিরলসভাবে কাজ করছে ছাত্রলীগ। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়েছে। এ কারণে দেশবিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে।
এর আগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। সকালে বগুড়া শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় সংগীত অনুষ্ঠানের।
লিমন বাসার/এএম/জেআইএম