ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ


প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৭ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে আসলে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
সিরজাগঞ্জ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনে এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল ট্রেনের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আশা করা হচ্ছে ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।