পটুয়াখালীতে ২ বিএনপি নেতা আটক


প্রকাশিত: ০৬:১১ এএম, ০৮ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

পটুয়াখালীতে জেলা বিএনপির সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের আরামবাগ ও ডিসির বাংলোর পিছনের সড়কের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম।
 
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা তৈরির অভিযোগ রয়েছে। তবে বিস্তারিত তথ্য দেননি তিনি।
 
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া জানান, বিক্ষোভ কর্মসূচি বাধাগ্রস্ত করতেই তাদের দুই নেতাকে পুলিশ আটক করেছে। তিনি পান্না ও কালামকে আটকের প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানান।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।