স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বগুড়া যুবলীগের স্মারকলিপি
বগুড়ায় জুয়া, হাউজিসহ মাদকের আসর বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বগুড়া জেলা যুবলীগ।
রোববার বিকেলে বগুড়ার জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে যুবলীগ নেতৃবৃন্দ বলেন, জেলার বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর বন্ধের দাবিতে অব্যাহতভাবে কর্মসূচি পালন করছে জেলা যুবলীগ। যা দেশের জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়েছে।
ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান, শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সমাবেশ ও প্রতীকী অবরোধ, বিভিন্ন উপজেলায় সমাবেশ ও ইউএনও’র কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
এতে করে বগুড়ার সর্বস্তরের যুব-জনতা বগুড়া জেলা যুবলীগের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণাসহ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
কিন্তু এসব অপকর্ম বন্ধে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। প্রশাসনের এমন ভূমিকায় বগুড়ার শান্তিপ্রিয় মানুষদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, জেলা শহরের আশেপাশেসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেলার নামে লটারি, ডাব্বু, চরকি, হাউজি, ওয়ানটেন, চরচরি, বউ, বেলপার্টি, ঘিন্নিসহ বিভিন্ন নামে জুয়া, নগ্ননৃত্৬য চলছে। এসব মাদকের আখড়া অবিলম্বে বন্ধ করে যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও সাধারণ মানুষকে নিঃস্ব হওয়ার পথ থেকে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় জেলা যুবলীগ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুবনেতা খালেকুজ্জামান রাজা, আনোয়ার পারভেজ রুবন, আব্দুর রাশেদ শিবলু, মাইসুল তোফায়েল কোয়েল প্রমুখ।
লিমন বাসার/এএম/জেআইএম