অবশেষে অপসারণ হলো মরা গাছটি


প্রকাশিত: ১০:২৩ এএম, ১২ জানুয়ারি ২০১৭

গত তিন মাস আগে অজ্ঞাত কারণে সাতক্ষীরা পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থাকা বিশাল আকৃতির একটি শিশুগাছ মারা যায়। একটু ঝড়ো বাতাসে দুলতে থাকে গাছটি। বিভিন্ন দফতরে লিখিতভাবে জানিয়েও কোনো ফল পায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।

অবশেষে বিষয়টি নিয়ে গত রোববার ‘মরা গাছ নিয়ে বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা ’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর অপসারণ করা হলো গাছটি।

জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে জানিয়েছিলেন দু-তিনদিনের মধ্যে গাছটি অপসারণ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই গাছটি অপসারণের কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন বলেন, উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যুৎ বিভাগে আবেদন করেও ফল হয়নি। অবশেষে গাছটি অপসারণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীদের অনেক দিনের ভোগান্তি ও আশঙ্কা দূর হলো। কেননা গাছটি উপড়ে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তিনি জেলা প্রশাসক ও জাগো নিউজকে ধন্যবাদ জানান।

আকরামুল ইসলাম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।