সিরাজগঞ্জে ভূমি অফিসে আগুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আগুনে পুরো উপজেলার জমির রেকর্ড ও ফাইলপত্রসহ তিনটি কম্পিউটার পুড়ে গেছে। দমকল বাহিনীর লোকজন স্থানীয়দের নিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা তদন্তে দু্ই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ কাগজ ও ফাইলপত্র পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম আলম জানান, আগুনে ভূমি অফিসের সমস্ত কাগজপত্র ও তিনটি কম্পিউটার পুড়ে গেছে। এটি নাশকতা নাকি অন্য কোনো উদ্দেশে ঘটানো হয়েছে, তা তদন্তে বের হয়ে আসবে।
এসএইচএ/এমএস