পটুয়াখালীতে দুই যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

পটুয়াখালীর বাউফলে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রানা হামিদ (২৩) ও মির্জাগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে সোবাহান (১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান এ দণ্ডাদেশ দেন।

তিনি জানান, বাউফল পৌর শহরের এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে রানা হামিদ (২৩)। তার বাড়ি ওই উপজেলার বটকাজল গ্রামে। সোমবার সন্ধ্যায় কলেজছাত্রী বাড়ি ফেরার পথে মহিলা কলেজ রোড এলাকায় রানা ফের উত্ত্যক্ত করে। এতে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করে ওই শিক্ষার্থী ও তার অভিভাবকরা।

বাউফল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, রানাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন মিত্র জানান, গতকাল সন্ধ্যায় টহল পুলিশ সুবিদখালী কলেজ রোড সংলগ্ন ছৈলাবুনিয়া রাস্তা থেকে গাঁজাসেবন করা অবস্থায় সোবাহানকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।