মোবাইল চুরির অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

নরসিংদীর পলাশে মোবাইল চুরি ও শ্রমিকদের মারধরের অভিযোগে যুবলীগ নেতা হামিদসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পলাশ থানায় লেবার সাপ্লাইয়ার মনির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এর আগে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চায়না প্রজেক্টের ৪ নং ইউনিটের ইনচার্জ মিস্টার হান্টার যুবলীগ নেতা হামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানায়, চাঁদা দাবিসহ নানা অজুহাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ নং ইউনিটের উন্নয়ন কাজে বাধাপ্রদান ও ইউনিটের কর্মরত লেবারদের মারধর করে। অভিযুক্ত হামিদ ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হামিদ বিদ্যুৎকেন্দ্রের ৪ নং ইউনিটে প্রথমে চাঁদা ও পরে লেবার সরবরাহের জন্য দীর্ঘদিন ধরে প্রজেক্ট ইনচার্জকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।

সেই সঙ্গে তার সরবরাহকৃত লেবার ব্যতিত অন্য লেবারদের কাজ করতে বাধা দিচ্ছে। গত সোমবার বিকেলে ইউনিটে কর্মরত কয়েকজন লেবার কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা হামিদ তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। সেই সঙ্গে কাজে না যাওয়ার জন্য হুমকি দেয়।

এ ঘটনায় লেবার সাপ্লাইয়ার মনির হোসেন বাদী হয়ে মঙ্গলবার যুবলীগ নেতা মনিরসহ আরও ৫-৬ জনকে আসামি করে পলাশ থানায় মামলা করেন।

এ ব্যাপারে পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত হামিদকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা প্রদানকারী যেই হোক তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সঞ্জিত সাহা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।