নির্যাতনের পর পুলিশের ক্রসফায়ারের হুমকি


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

পটুয়াখালীর বাউফলের মাধবপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারকে পুলিশি নির্যাতনের পর এবার ক্রসফায়ারের হুমকি দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে হুমকি দেয়া হয়। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সালাম ও তার পরিবারের লোকজন।

আব্দুস সালাম হাওলাদেরর স্ত্রী নাসিমা বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার গভীর রাতে বাউফল উপজেলার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) জসীম উদ্দিন, কনস্টেবল মামুন, চৌকিদার উজ্জল ও নাসির আমাদের বাড়িতে আসেন।

ওই সময় দুই সন্তান সালমা আক্তার ও সাবিনা আক্তারকে নিয়ে বাড়িতে ছিলাম। রাতে ডাকাডাকি এবং দরজা খোলার জন্য তারা বলেন, ‘আমরা বাউফল থানার পুলিশ, দরজা খোলেন কথা আছে।’

একপর্যায়ে দরজা খুললে এসআই জসীম আমাকে বলেন, ‘তোরা খুব বেশি বাড়াবাড়ি করছোস, তোর স্বামীরে বাউফলে যত খারাপ মামলা হবে সব মামলায় আসামি করা হবে। এরপর ক্রসফায়ারে দেয়া হবে। তোদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হবে। দেখি তোদের বাঁচায় কে।’

এ বিষয়ে আব্দুস সালাম হাওলাদর বলেন, ‘ভাই আমি অসহায়, সাংবাদিক ভাইরা আপনারা আমাকে বাঁচান। আমি এখন বাড়ি যেতে ভয় পাচ্ছি। আমাকে দারোগা জসীম মেরে ফেলতে পারে। আমার পরিবার বড় অসহায় অবস্থায় আছে’।

এসব অভিযোগ অস্বীকার করে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ উপ-পরির্দশক (এসআই) জসীম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে আমি সারাদিনে অফিস থেকে বের হইনি। তা হলে আমি কীভাবে ওই বাড়িতে গিয়ে হুমকি দিলাম।

বাউফল থানা পুলিশের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, আব্দুস সালামের ওপর পুলিশি নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।

উল্লেখ্য, ঘর তুলতে বাধা দেয়ায় বেল্লাল হোসেন ওরফে উজ্জল চৌকিদারের দায়ের করা একটি মামলায় ১৫ জানুয়ারি রোববার আব্দুস সালামকে গ্রেফতার করে বগা পুলিশ তদন্ত কেন্দ্রে প্রায় ২৪ ঘণ্টা আটকে রাখে।

তখন তার কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করে এসআই জসীম। টাকা দিতে ব্যর্থ হওয়ায় তদন্ত কেন্দ্রের একটি চেয়ারের সঙ্গে হাতকড়া দিয়ে বেঁধে আব্দুস সালামের ওপর নির্যাতন করে পুলিশ। পরে সোমবার দুপুর ২টায় তাকে পটুয়াখালী আদালতে পাঠায়। মঙ্গলবার সালাম জামিনে মুক্তি পান।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।