গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে গাছ থেকে পড়ে মোশারেফ ঘরামী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদকাঠি গ্রামের রত্তন খানের বাড়িতে একটি রেইনট্রি গাছের ডাল কাটার জন্য শ্রমিক মোশারেফ দুপুরে গাছে ওঠেন। অসাবধানতাবশত মোশারেফ প্রায় ৩০ ফুটের অধিক উচ্চতা থেকে নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে। তার বাবার নাম আকবর ঘরামি।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বলেন, ঘটনাটি শুনেছি। কেশবপুর ও ধুলিয়া ইউপি চেয়ারম্যানের সমঝোতায় মরদেহ দাফন করা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস