হিলিতে ১৭ লাখ টাকার চন্দনকাঠ জব্দ


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৩ মার্চ ২০১৫

হাকিমপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ১৭ লাখ টাকা মূল্যের ৬৮ কেজি চন্দন কাঠ জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১০টায় বাসুদেবপুর বিওপির সামনে থেকে শ্যামলী পরিবহন নামের একটি বাসে  অভিযান চালিয়ে বিজিবি জয়পুরহাট -৩ ব্যাটালিয়ন এর হিলি বাসুদেবপুর বিওপির সদস্যরা এ কাঠ উদ্ধার করে। এসময় বিজিবি মো. আব্দুল আহাদ (৪৫) নামে একজনকে আটক করেছে।  আহাদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন রঘুনাথপুর গ্রামের নাছির আলীর ছেলে।

বিজিবি হিলি বাসুদেবপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হিলি থেকে সড়কপথে ঢাকার উদ্দ্যোশে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ভারতীয় ৬৮কেজি রক্ত চন্দন কাঁঠসহ একজনকে আটক করা হয়

এসএই্চএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।