ভারতে পাচারকালে সীমান্তে স্কুলছাত্র উদ্ধার


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৪ মার্চ ২০১৫

নওগাঁ শহর থেকে অপহরণকৃত ফজলে রাব্বী (১৫) নামের এক স্কুলছাত্রকে ভারতে পাচারের সময়  উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) । মঙ্গলবার বিকালে জেলার ধামইরহাট সীমান্ত থেকে তাকে উদ্ধার করা হয়। রাব্বী নওগাঁ সদরের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং ৪নং তিলকপুর ইউনিয়নের আদম দূর্গাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

উপজেলার চকচন্ডি সীমান্তের সি কোম্পানী কমান্ডার সামসুজ্জাহির জানান,  সোমবার স্কুলে যাওয়ার সময় অপহরণকারী একটি দল তাকে ধরে নিয়ে গিয়ে ধামইরহাট উপজেলা চকিলাম সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে পাচারকারীরা তাকে চকিলাম সীমান্তের ২৬৬/৩ এস পিলারের নিকট ফেলে চলে যায়। পরে বিকাল সাড়ে চারটায় বিজিবিরে একটি টহল দল ছেলেটিকে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফজলে রাব্বীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

অপহৃতের চাচা আকবর আলী জানান, ফজলে রাব্বীর বাবা দুবাইপ্রবাসী।  কোন চক্র তাকে অপহরণ করে অর্থ আদায়ের চেষ্টা করে থাকতে পারে বলে তিনি ধারনা করছেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।