নওগাঁয় ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৬ মার্চ ২০১৫

উপজেলা পর্যায়ে নওগাঁয় ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রানীনগর ও আত্রাই রেলষ্টেশনে এ সেবার উদ্বোধন করেন স্থানীয় এম.পি. মো. ইসরাফিল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- রানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহীদুল্লাহ মিয়া, রানীনগর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল চন্দন কুমার মহন্ত, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, হাসানুজ্জামান হাসান, ফরিদা পারভীন, আসাদ্দুজ্জামান পিন্টু প্রমুখ। 

এমপি মো. ইসরাফিল আলম বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে তার এলাকায় এ ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে রানীনগর ও আত্রাই উপজেলার পতিসর, আবাদপুকুর, বান্দাইখাড়াসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে।

তিনি আরো বলেন, দেশের এই প্রথম উপজেলা পর্যায়ে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হলো। ওয়াইফাই ডিভাইস দুটির একটি রানীনগর রেলস্টেশন ও অন্যটি আত্রাই রেলস্টেশনে স্থাপন করা হয়েছে। এর আওতায় পাঁচশো মিটার এলাকার মধ্যে ইন্টারনেট গ্রাহকরা এর সুবিধা ভোগ করবে। এতে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও আউটর্সোসিং কাজে নিয়োজিত ব্যক্তিরা সরাসরি উপকৃত হবে। 

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।